Our Story

Make learning and teaching more effective with active participation and student collaboration

আমাদের সম্পর্কে

বর্তমান ডিজিটাল যুগে শুধু সার্টিফিকেটের উপর নির্ভর করে চাকরি পাওয়া বা ক্যারিয়ার গড়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। দিন বদলেছে, সময় এখন স্কিল আর পারফর্মেন্সের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে “Mega Tech IT” শুরু করেছে তাদের যাত্রা—দেশের তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষা ও ক্যারিয়ার ভিত্তিক দক্ষতায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ যদি তার পছন্দের একটি স্কিল ঠিকভাবে আয়ত্ত করতে পারে, তবে সে নিজের ক্যারিয়ার নিজেই গড়ে তুলতে পারে, হতে পারে আত্মনির্ভর।

কিন্তু অনেকেই আজও সঠিক দিকনির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা ও আপডেটেড কোর্সের অভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে। তাই Mega Tech IT নিয়ে এসেছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা শুধু কোর্সই নয়, পাবে লাইভ ক্লাস, বাস্তব প্রজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইন্টার্নশিপ, এবং চাকরির গাইডলাইন।

কেন Mega Tech IT কে আপনার লার্নিং প্লাটফর্ম হিসেবে বেছে নিবেন?

হাই কোয়ালিটি কোর্সেস

আমাদের কোর্সসমূহ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে এবং বাস্তব জীবনে তা দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে। প্রতিটি কোর্সে আমরা সর্বশেষ প্রযুক্তি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং চলমান ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে লেসনগুলো নিয়মিত আপডেট করি। আমাদের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে গুণগতমান সম্পন্ন, সময়োপযোগী ও বাস্তবমুখী কোর্সের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা।

বিশেষজ্ঞ মেন্টর

প্রত্যেকটি কোর্সের জন্য রয়েছে অভিজ্ঞ ও দেশসেরা এক্সপার্ট মেন্টর, যারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে গাইড করেন। তারা প্রতিটি শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেন, সমস্যা বুঝে ব্যক্তিগতভাবে সহায়তা করেন এবং শেখার প্রতিটি ধাপে পাশে থাকেন। এর ফলে শিক্ষার্থীরা খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় স্কিলগুলো আয়ত্ত করতে সক্ষম হয়।

ইফেক্টিভ লার্নিং প্রসেস

আমাদের কোর্সসমূহ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে এবং বাস্তব জীবনে তা দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে। প্রতিটি কোর্সে আমরা সর্বশেষ প্রযুক্তি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং চলমান ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে লেসনগুলো নিয়মিত আপডেট করি। আমাদের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে গুণগতমান সম্পন্ন, সময়োপযোগী ও বাস্তবমুখী কোর্সের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা।

সার্টিফিকেশন

কোর্স সম্পন্ন করার পর আপনার অর্জিত দক্ষতা এবং জ্ঞানকে প্রমাণ করার জন্য Mega Tech IT থেকে আপনি পাবেন একটি স্বীকৃত সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনার পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে এবং বিভিন্ন জব সেক্টরে আপনাকে একজন দক্ষ ও প্রফেশনাল হিসেবে উপস্থাপন করতে সহায়তা করবে।

Our Mission

Our mission at Megatech IT Institute is to guide, nurture, and unlock the limitless potential within each learner. We are committed to leading a transformative journey that goes beyond traditional education, seamlessly integrating learning with real-world applications and personal growth. Through a holistic ecosystem, we empower individuals not only to acquire knowledge but also to apply, adapt, and excel at every stage of their journey.

Our Vision

Our vision at Megatech IT Institute is to create an inclusive Ed-tech ecosystem that fosters lifelong learning and personal growth. We envision a world where education transcends age and experience, empowering learners—from curious students to seasoned professionals—to access everything they need to grow, innovate, and succeed under one expansive platform.

Our Team

Rohan

Assistant Professor

Mustafizur

Assistant Professor